নিউজবাংলা: ১২ জুন, রোববার:
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে এসআই উবায়দুর রহমানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ ৩৮ হাজার টাকা ও সোয়া ৫ ভরি স্বর্ণ দুর্বৃত্তরা নিয়ে গেছে।
শনিবার দুুপুরে টাঙ্গাইলের সাবালিয়ায় ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে এসআই উবায়দুর রহমান বলেন, আমি টাঙ্গাইলের বাসাইল থানায় এসআই এ কর্মরত ছিলাম। পরে বাসাইল থেকে আমার কিশোরগঞ্জে বদলি হয়। কিশোরগঞ্জ থেকে পুণরায় টাঙ্গাইল মহেড়া তে বদলি হয়। বর্তমানে সেখানেই আমি কর্মরত রয়েছি। প্রতিদিনের মতো সকালে আমার স্ত্রী কামরুন্নাহার কামনা ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলো। পরে বাজার করে বাসায় আসলে নিজতলার লোকজন আমার স্ত্রীকে বললো, আপনাদের ঘরের দরজা খোলা। এই কথা শুনে আমার স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আলমারি ভাঙ্গা এবং আলমারির জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে।
তিনি আরো বলেন, নগদ ৩৮ হাজার টাকা এবং সোয়া ৫ ভরি স্বর্ণ দৃর্বৃত্তরা নিয়ে গেছে।
আমি সৎভাবে জীবনযাপন করছি। এ ঘটনায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার স্ত্রীর জমানো টাকা এবং আমার এ মাসের বেতনের টাকাও ছিলো সেখানে। তিনি আরও বলেন, কোন পেশাদার ফ্লাট বাড়ির চোর এ ঘটনাটি ঘটিয়েছে । এই চক্রের যে কাউকে ধরতে পারলে মালামাল উদ্ধার করা সম্ভব হবে ।
নিউজবাংলা/একে
Comments
comments