নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
নাহিদ রেজা, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলা ১নং রুহিয়া ইউ,পি এর ৩৫জন হতদরিদ্র মহিলাদের নিয়ে অপরাজিতা মহিলা উন্নয়ন সংস্থা যাত্রা শুরু হয় ২০১২সাল থেকে।
গতকাল বিকালে সমাপনি অনুষ্টানে হুসনেয়ারা হকের সভাপত্বিতে অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং রুহিয়া ইউ,পি চেয়ারম্যান মনিরুল হক বাবু , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক সহ প্রমুখ।
জানা যায়, প্রতিমাসে প্রতি সদস্য দশটাকা সঞ্চয় হিসাবে অদ্যাবধি প্রায় সতেরো হাজার টাকা সোনালী ব্যাংকে জমা রয়েছে এই সংস্থাটির। সরকার কর্তৃক ২০১৩সালে রেজিঃপ্রাপ্ত হয়েছে। এই সংস্থাটি ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হতে এল,জি এস,পি ২এর আওতায় গত দুই বছরে বারোটি সেলাই মেশিন বিনামুল্যে সরবারহ করা হয়।
এই সব মেশিনের সংস্থাটির সদস্য ছাড়াও হতদরিদ্র মহিলাদের বিনামুল্যে সেলাই মেশিন প্রশিক্ষন দেওয়া হয় মাস ব্যাপি। মেয়াদ শেষে সংস্থার নিজস্ব অর্থায়নে প্রতি দুই মাস অন্তর অন্তর ব্যাচ তৈরি করে প্রশিক্ষন দেওয়া হয়।
নিউজবাংলা/একে
Comments
comments