Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

ডাকাতি করতে এসে দুই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ: ৬ দিনেও মামলা হয়নি

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলায় এক দিনমজুরের মেয়ে ও শ্যালিকাকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী পরিবারের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে।

কালকিনির উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ডাসার থানার ঘুঙিয়াকুল গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনাটি ডাসার থানায় মৌখিকভাবে জানানো হলেও এখনও মামলা হয়নি। এছাড়া পরিবারটিকে দুর্বৃত্তরা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

ধর্ষণের শিকার মেয়েদের স্বজন ও এলাকাবাসী জানান, ঘুঙিয়াকুল গ্রামে ওই দিন মজুর একটি ছাপড়া ঘরে স্ত্রী ও তিন মেয়ে নিয়ে থাকেন। কয়েকদিন আগে তাদের বাড়িতে বেড়াতে আসেন ওই দিন মজুরের এক শ্যালিকা।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার গভীর রাতে ৭ থেকে ১০ জন যুবক তাদের ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটে নেয়।

এরপর তারা ওই দিন মজুরের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে (১২) ও শ্যালিকাকে (২৪) ঘরের বাইরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে জানান তারা।

দুর্বৃত্তদের মধ্যে স্থানীয় প্রভাবশালী আকছেদ দর্জির ছেলে আতাউর দর্জিকে পরিবারের লোকজন চিনেছে বলেও দাবি করছেন তারা।

স্বজনদের অভিযোগ, তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানালেও কোনো কাজ হয়নি। পরে ডাসার থানায় মৌখিকভাবে জানান।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, ঘটনার দুদিন পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় মেয়ে দুটিকে।

“প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবটারিতে পাঠানো হয়েছে।”

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদ হক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। নিজে ওই গ্রামে যাবেন। তারপর এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, ডাসার থানা পুলিশ বিষয়টি প্রথমে গুরুত্ব না নিলেও পুলিশ সুপারের নির্দেশে এখন মামলা নেয়া হবে।

সরেজমিনে ঘুঙিয়াকুল গ্রামে গিয়ে আকছেদ দর্জির বাড়ির কাউকে পাওয়া যায়নি। ওই বাড়িতে এখন কেউ নেই।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: দিনাজপুরে গান পাউডারসহ ২ যুবক আটক
Next: ব্ল্যাকমেইলের শিকার শাকিরা!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*