নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে তার দল।
শনিবার দুপুরে দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর আজ বিকেলে এমিরটস এয়ারলাইন্সর একটি বিমান লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দলের আশঙ্কার কারণে আজ দুপুরে পুলিশ কমিশনার ঢাকা মহানগর, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ ও বিমান বদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বেগম খালদা জিয়াকে প্রয়াজনীয় নিরাপত্তা দেয়ার জন্য চিঠি দিয়ে অনুরাধ জানানা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments