Breaking News
  • টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় একদিনে দুই মহিলার লাশ উদ্ধার
  • নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে পুলিশ
  • নিজামীর আপিলের রায় ৬ জানুয়ারি
  • দাম্পত্য কলহে বিপর্যস্ত হওয়ার শঙ্কা কন্যার

ডিসেম্বর থেকে অনলাইনে সাক্ষ্যগ্রহণ

নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:

সিলেট: আগামী ডিসেম্বর মাসে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। ফলে বিদেশে অবস্থানরত যে কেউ আদালতে সাক্ষ্য দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

গতরাতে সিলেট জেলা আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানবিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন ৩১ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। মামলাজট কমাতে বিভিন্ন পদক্ষেপনেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ করা হবে।

প্রধান বিচারপতি আরো জানান, আদালতের পুরো কার্যক্রমের তথ্য সার্ভারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। মামলা সংশ্লিষ্টরা তাদের প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন।

যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বে প্রশংসিত হচ্ছে, এ দাবি করে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘বিদেশের সাহায্য না নিয়েই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। দেশের কিছু মানুষ এ বিচারের সমালোচনা করলেও বিদেশে এ বিচার প্রক্রিয়া প্রশংসিত হচ্ছে।’

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া
Next: সিরিয়ায় রাশিয়ান ক্ষেপণাস্ত্র মোতায়েন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*