নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: সারাদেশে একদিনে ২৩৪ টি নির্বাচন উপযোগী পৌরসভায় নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন নির্বাচনের দিন ধার্য্য করে সারা দেশের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর।
সিইসি বলেন, ‘পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, ১২ অক্টোবর দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ৩ নভেম্বর এ সংক্রান্ত অধ্যাদেশ জারি হয়। দলীয়ভাবে সব পদে পৌর নির্বাচনের অধ্যাদেশ হাতে পেয়ে বিধিমালায় সংশোধন এনে ইসি তা ৫ নভেম্বর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় অধ্যাদেশ বাতিল করে পৌরসভা আইন ২০১৫ (সংশোধন) বিল সংসদে উত্থাপন করে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা সংশোধন আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে শনিবার (২১ নভেম্বর) পৌরসভা সংশোধন আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।
নিউজবাংলা/একে
Comments
comments