নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:
ঢাকা: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নয়।
সোমবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন তিনি।
পদ্মায় ১০ মিনিট অবস্থানের পর পাকিস্তানের হাইকমিশনার বেরিয়ে আসেন। তবে এ সময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের কী কথা হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর জন্য দেশটির হাইকমিশনারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়ায় রোববার মন্ত্রণালয় থেকে ঢাকা হাইকমিশনে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে সুজা আলমকে তলব করা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একইসাথে ওই বিবৃতির ব্যাখ্যাও চাওয়া হয়।
এদিকে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পকিস্তানের অবস্থান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এ ইস্যুতে কোনো দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, সাকা এবং মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান সরকার মর্মাহত হয়েছে মর্মে গতকাল রোববার দেশটির পত্রিকা ডনের অনলাইনে খবর প্রকাশ করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়, সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরে পাকিস্তান সরকার মর্মাহত।
নিউজবাংলা/একে
Comments
comments