নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর বেদনা। পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার।
তবে এখনও তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আর মালিক দেলোয়ার হোসেনের হয়নি কোন শাস্তি
তাজরীন ট্রাজেডির এর কয়েকজন সাক্ষীর সাথে কথা বলে জানা যায়, সেদিনের দুর্ঘটনায় তাদের সব শেষ হয়ে গেছে। চিকিৎসা জমিজমা, বাড়িঘর বিক্রি করেছি। সরকার ও বিজিএমইর পক্ষ থেকে তেমন কোনো সাহায্য পাননি তারা। তারা আরও জানান, বিশেষ ব্যক্তিদের সীমিত দানই হচ্ছে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
এদিকে শুনা যাচ্ছে আগামী জানুয়ারি থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং আহত কর্মীদের জানুয়ারি মাস থেকে ক্ষতিপূরণ দেয়া শুরু হবে। তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশন ট্রাস্টের মাধ্যমে এ ক্ষতিপূরণ দেয়া হবে। এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণ দেয়া শেষ হবে।
নিউজবাংলা/একে
Comments
comments