নিউজবাংলা: ২০ নভেম্বর-শুক্রবার:
কাজী আনিছুর রহমান, রাণীনগর(নওগাঁ)সংবাদদাতা:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা সংস্কৃতি পাশা-পাশি শারীরিক চর্চা ও খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
সুস্থ্য দেহ সুস্থ্য মনের প্রাণচাঞ্চল্যের গতি সবল রাখতে হলে স্বস্ব পেশায় থেকে খেলাধুলা সহ অন্যান্য বিনোদন মূলক পরিবেশ সৃষ্টির সহযোগিতার মাধ্যমে ছোট বড় সকলকে ক্রীড়া মুখি হতে হবে। তাহলে এই জনপদের যুবকরা খেলাধুলার প্রতি বেশি মনোযোগি হয়ে তারা কখনো অপ্রীতিকর কর্মকান্ডের সাথে জরিয়ে পড়ার সুযোগ পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের ক্রীড়া অঙ্গন তৈরির লক্ষ্যে ক্রিকেট ও অন্যান্য খেলার পাশাপাশি ফুটবল খেলার বিস্তার ও গুণগত মান বৃদ্ধির জন্য সার্বিক সহযোগিতা এবং বহুমুখী কার্যকরী ভূমিকা রাখছেন যা ইতিহাসে বিরল। তার কর্মী হিসেবে আমার আসন সহ বাংলাদেশের প্রতিটি এলাকায় ফুটবল প্রতিযোগিতার পুনঃজ্জীবিত করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে পশ্চিম বালুভরা যুব সংঘের আয়োজনে রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর জেলার মাধনগর মাসুদ স্মৃতি সংঘ বনাম নওগাঁর রাণীনগর একাদশ’র মধ্যকার ফাইনাল ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিন্তে তাবিব, বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সাস্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুুট্টু, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সান্তাহার ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুন্টু, রাণীনগর খেলোয়ার কল্যাণ সমিতি প্রধান উপদেষ্টা আলহাজ্ব এছাহক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ। নির্দিষ্ট সময়ে ফলাফল শূন্য থাকায় ট্রাইব্রেকারে নাটোর জেলার মাধনগর মাসুদ স্মৃতি সংঘকে ৪-৫ গোলে হারিয়ে রাণীনগর একাদশ বিজয়ী হয়। চুড়াস্ত ফুটবল টুর্নামেন্টে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন রাণীনগর শাপলা ব্রেড ফ্যাক্টরীর স্বতাধিকারী সাইফুল ইসলাম।#
নিউজবাংলা/একে
Comments
comments