Breaking News
  • আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার
  • কলাপাড়ায় যৌতুকের দাবীতে এক সন্তানের জননীকে কুপিয়ে জখম
  • কলাপাড়া পৌরশহরের মুসলিমপাড়া সড়কটি পানির নিচে ॥ ভোগান্তিতে কোমলমতি শিশু শিক্ষার্থী
  • ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক
  • ঝিনাইদহে বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু !

দখল-দুষণ ও কচুরীপানায় আক্রান্ত চলনবিলের ১৬টি করালগ্রাসী নদী

নিউজবাংলা: ১২ জুন, রোববার:

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:

দখল-দূষণ ও জমাট বেঁধে থাকা প্রচুর কচুরীপানায় আক্রান্ত ৮শ’ বর্গমাইলের ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া ৪ হাজার ২৮৬ হেক্টর আয়তন বিশিষ্ট করালগ্রাসী নন্দকুজা নদীসহ ১৬টি নদী এখন যৌবন হারিয়ে মরা নদীতে পরিণত হতে চলেছে।

 

চলনবিল উন্নয়ন কমিটির পরিসংখ্যান সুত্রে জানা যায়, চলনবিলে ৪ হাজার ২৮৬ হেক্টর আয়তন বিশিষ্ট ১৬টি নদী এবং ১২০ বর্গ কি.মি আয়তন বিশিষ্ট ২২টি খাল রয়েছে। এরমধ্যে প্রধান নদী ৯টি, ২০টি খালসহ ছোট বড় বিভিন্ন বিলও রয়েছে। নদীগুলোর মধ্যে আত্রাই, নন্দকুঁজা, গুমানী, গুড়, করতোয়া, বড়াল, তুলসিগঙ্গা, চেঁচিয়া, ভাদাই, চিকনাই ও বানগঙ্গা উল্লেখযোগ্য। যার বেশির ভাগই দখল, দুষণ আর জমাটবাঁধা কচুরীপানায় আক্রান্ত হয়ে হারিয়ে ফেলছে নিজস্ব গতিবিধি।

এ প্রসঙ্গে গুরুদাসপুর উপজেলা চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্হার হোসেন বলেন- চলনবিলের বিভিন্ন খাল, বিল, নদী, নালা রক্ষা করে কৃষি উৎপাদনের মাধ্যমে চলনবিলকে শষ্যভান্ডারে পরিণত করা সম্ভব। কিন্তু প্রভাবশালীদের প্রতিপত্তি চলনবিলকে ঘিরে সকল স্বপ্নকে ব্যর্থ করে দিয়েছে। এ ব্যাপারে সরকারী হস্তক্ষেপ জরুরীভাবে কামনা করছি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইয়াসমিন আক্তার বলেন- আমরা গুরুদাসপুর উপজেলার নদ-নদী ও খাল-বিল রক্ষা ছাড়াও বিধিগতভাবে আবাদী ও আবাসিক জমিজমা রক্ষার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছি বলে মনে করি। #

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নাটোরে তৃতীয় দিনে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মী সহ আটক অর্ধশতাধিক
Next: নড়াইলে বজ্রপাতে এক রাখালসহ ২৬টি পশুর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*