Breaking News
  • আইএসে নিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নারী
  • পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন
  • শারীরিক পরীক্ষা শেষে কাশিমপুর কারাগারে বাবর
  • সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ৫০ জনের শিরশ্ছেদের পরিকল্পনা
  • মতিঝিলে ককটেলসহ ৬ শিবির নেতা আটক

দল ও মতের উর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন করে যাচ্ছি ————–ইয়াহইয়া চৌধুরী এহিয়া

নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আমি দল ও মতের উর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়েই এলাকার উন্নয়ন করে যাচ্ছি। পর্যায়ক্রমে এলাকার সকল উন্নয়ন কাজ হবে।

জাতীয় পার্টি দেশের উন্নয়ন, শান্তি ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। আমরা মানুষকে ভালবাসবো, ক্ষমতার অপব্যবহার কখনই করবো না। তিনি বলেন, জাতীয় পার্টির ইতিহাস উন্নয়নের ইতিহাস। তাই দেশের উন্নয়ন ও শান্তি পেতে হলে আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জবাজারে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বাবরুল হোসেন বাবরুর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তাজীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ইশরাকুল হোসেন শামিম, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মকবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা নেতা আনোয়ার আলী, সালেহ আহমদ তুতা, আনিছুর রহমান, উমর আলী, প্রদীপ চন্দ্র দেব, তাজউদ্দিন, ছয়ফুল ইসলাম, আছাদ মিয়া, ইছরাফ আলী, কামালউদ্দিন, আসাদ আহমদ, সালেহ আহমদ, কামরুল হাসান, এলাছ মিয়া, রফিকুল ইসলাম, শাহিন আহমদ, বিশ্বনাথ উপজেলা যুবসংহতির আহবায়ক নাছিরউদ্দিন, যুগ্ম-আহবায়ক স্বপন রাজ, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টি নেতা মীর খোকন, রুহেল মিয়া, আব্দুর রহমান, সাহেল মিয়া, সাইফুল ইসলাম, উপজেলা তরুণ পার্টির আহবায়ক মো. সুহেল তাজ সংসদ সদস্যের একান্ত সহকারী সায়েম শিকদার প্রমুখ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ফেব্রুয়ারীতে বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা বিদেশ ভ্রমন যাবেন
Next: বিশ্বনাথে আল-ইসলাহ’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*