নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা বাতিল ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।
দুদক চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
গত ১৯ নভেম্বর দুদক চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের তিনটি ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে তা বাতিলের রায় দেন হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়েছে, ‘চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।’
২০০৪ সালে প্রণীত দুদক আইনের এই ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন চলতি বছরের জুনে রিট আবেদনটি করেন।
নিউজবাংলা/একে
Comments
comments