নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: কাতার থেকে দ্রুত ও অল্প খরচে দেশে টাকা (রেমিট্যান্স) পাঠাতে কাতার ও বাংলাদেশের মধ্যে এক চুক্তি হয়েছে।
ফলে কাতার প্রবাসী বাংলাদেশিরা আগের চেয়ে সহজে আরো কম খরচে ও দ্রুত দেশে টাকা পাঠাতে পারবেন। ডাক বিভাগের মাধ্যমে দেশে টাকা পাঠাতে মাত্র ১৩ রিয়েল (২৭৫ টাকা) খরচ ধার্য করা হয়েছে। কাতার থেকে টাকা পাঠানোর ১০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ থেকে তা উঠানো যাবে।
কাতারের পর্যটন এলাকা কাতারায় কাতারের পোস্টাল জাদুঘর মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রবাল চন্দ্র সাহা ও কাতারের পক্ষে দেশটির ডাক বিভাগের চেয়ারম্যান ফালেহ মোহাম্মদ আল নাইমি।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রবাল চন্দ্র সাহা বলেন, ‘বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগের ২ হাজার ৭৫০টি কার্যালয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে খুব দ্রুত দেশের ১০ হাজার পোস্ট অফিসেই এ ব্যবস্থা চালু করা হবে। কাতার ডাক বিভাগের প্রধান কার্যালয়, কাতারের শিল্পাঞ্চল সানাইয়া, উমসাইদ ও আলখোর এলাকার ডাক বিভাগে আপাতত এই সুবিধা চালু করা হয়েছে। তবে অল্প কিছুদিনের মধ্যেই কাতারের সব পোষ্ট অফিসে এ সুবিধা চালু করা হবে।’
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হকসহ বাংলাদেশ ও কাতার ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলা/একে
Comments
comments