নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
ঢাকা: নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন চলবে বেলা ৪ টা পর্যন্ত।
কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আজ রোববার যথা সময়ে শুরু হয়নি। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার নিয়ম থাকলেও আধা ঘণ্টা পর ১১টায়ও লেনদেন শুরু করতে পারেনি ডিএসই।
কারিগরিজনিত ত্রুটি সমস্যা সমাধান হওয়ায় বেলা ১২ টা থেকে লেনদেন শুরু হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে। বেলা ১২ টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বেলা ৪ টায়। তবে স্পট মার্কেটে লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
স্বাভাবিক সময়ে দেশের উভয় বাজারে সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয় এবং শেষ হয় বেলা আড়াইটায়।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথা সময়ে লেনদেন শুরু হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments