Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

ধূমপানে নষ্ট হয় শুক্রানুর কর্মক্ষমতা

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

ঢাকা: ধূমপান কেবল ব্যক্তির ক্ষতেই করে না, পরবর্তী প্রজন্মকেও বড় ক্ষতির মুখে ফেলছে। ধূমপায়ী বাবারা তাদের ছোট্ট সন্তানকে ক্যানসারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। সাম্প্রতিক এশিয়ান পাসিফিক জার্নাল অফ ক্যান্সার প্রকাশিত নিবন্ধে ভারতের আইইএমএস এর এক গবেষণায় এই সব তথ্য প্রকাশিত হয়েছে। গবেষনায় দেখা গছে ধূমপায়ী ও তামাক সেবীদের বীর্যের মান অত্যন্ত খারাপ।

 

গবেষণায় জানা যায়, তামাকে থাকা মাইক্রলেমেন্ট অক্সিডেটিভ চাপ শুক্রানুর প্রজনন প্রক্রিয়ায় সংক্রমিত হওয়ায় ক্যান্সার নিয়ে জন্ম নিতে পারে সন্তান। যে পুরুষরা ধূমপান করেন কিংবা তামাক সেবন করেন কেবল তারাই নন, তাদের শিশুরাও ক্যানসার আক্রান্ত হতে পারে। এছাড়া, ধূমপায়ী পুরুষের প্রজনন ক্ষমতাও কমে যেতে পারে। পুরুষের বীর্যে খুব সামান্যই অ্যান্টি অক্সিডেন্ট থাকে আর এর ডিএনএ গঠন প্রক্রিয়াও ভিন্ন। ধূমপান এই ডিএনএ গঠনকে আরও নাজুক করে দেয়।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: গর্ভনিরোধক ছাড়াও নিরাপদ সহবাস সম্ভব?
Next: বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে রাতে খালেদা জিয়ার বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*