Breaking News
  • টানা ১৫ দিন ধর্ষণ শেষে পর পর দুইবার গুলি তারপরও বেঁচে আছে মেয়েটি!
  • বাল্যবিবাহ রোধে সামাজিক মনিটরিং জোরদারের তাগিদ
  • বিএনপির প্রতিনিধি দল ইসিতে
  • কলাপাড়ায় উন্নয়ন ভাবনা ও মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত
  • কলাপাড়ায় ষষ্ঠশ্রেনীর ছাত্রীকে আচারের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির প্রচেষ্টা

নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া

নিউজবাংলা: ২৭ নভেম্বর-শুক্রবার:

ঢাকা: বাংলাদেশ ভ্রমণে নতুন করে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বাংলাদেশে কর্মরত অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বেচ্ছায় অস্ট্রেলিয়া ফিরতে বলা হয়েছে।

 

আজ জারি করা সর্বশেষ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার সরকার এ কথা জানিয়েছে।

এ ছাড়া অস্ট্রেলিয়ার সরকারের অর্থায়নে বাংলাদেশে অবস্থানরত স্বেচ্ছাসেবকদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করাহবে বলে জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ২৭ নভেম্বর ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি শিয়া মসজিদে আরেকটি হামলা চালানোর দাবি করেছে। এতে অস্ট্রেলীয় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘সতর্কতার পরামর্শের মাত্রা পরিবর্তন হয়নি। বাংলাদেশে আপনাদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি ইতালির নাগরিক চেসারে তেভালে ও জাপানের নাগরিক হোশি কুনিও হত্যার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্কবার্তা দেয়। পুরান ঢাকার হোসেনী দালানে হামলা এবং সর্বশেষ বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: পৌর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত বিএনপির: ১৫ দিন পিছিয়ে পুনঃতফসিলের দাবি
Next: ডিসেম্বর থেকে অনলাইনে সাক্ষ্যগ্রহণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*