Breaking News
  • ঠাকুরগাঁও সদর উপজেলার নারী ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
  • বোরখা পরলেই ১০ লাখ টাকা জরিমানা
  • ৩ বিচারপতির নিরাপত্তার নির্দেশ
  • পৌরসভা নির্বাচন : প্রার্থীদের করণীয়
  • ইউসি ব্রাউজার বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল

নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ

নিউজবাংলা: ১৮ নভেম্বর, বুধবার:

নাটোর প্রতিনিধি:
নাটোর এন এস( নবাব সিরাজ উদ্-দৌলা) সরকারি কলেজে ২০১৫ সালের আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠেছে অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ।

১৭ নভেম্বরের প্রথম ম্যাচটি টানটান উত্তেজনায় শুরু হয় সকাল ১০.১৫ মিনিটে ম্যাচটিতে অংশ নেয় অর্থনীতি ও প্রাণীবিদ্যা বিভাগ। ম্যাচটি শুরু থেকে প্রাণীবিদ্যা বিভাগকে জয়ের ব্যাপারে আশাবাদী মনে হয় এবংম্যাচটির প্রথম ১০ মিনিটে তা বুঝাও যায়। কিন্তু খেলার ২০মিনিটের মাথায় অর্থনীতি বিভাগের হয়ে প্রথম গোল করেন ৬ নম্বর জারর্সি প্ররিহিত খেলোয়াড় রোজার । তার পর থেকে অর্থনীতি লাগাতার আক্রমণ চালিয়ে যায় । অর্থনীতি বিভাগের সুমন হোসেনের পায়ে ২৭ মিনিটের দ্বিতীয় গোলে আরেক ধাপ এগিয়ে যায় অর্থনীতি বিভাগে। এ আক্রমণ যেন আর থামছেই না । তার বহৃি প্রকাশ পেল ২৯ মিনিটের মাথায় অর্থনীতি বিভাগের হয়ে ৩ নম্বর গোল করে দলকে জয়ের শিখোরে নিয়ে যান ১০ নম্বর জারর্সি প্ররিহিত খেলোয়াড় আব্দুল আলিম। মধ্যে বিরতি সময় যখন উভয় দলের সকল খেলোয়াড় বিশ্রাম নিচ্ছে তখন খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের চারপাশে উভয় দলের সমর্থকরা হাত তালি ও আতস বাজী ফুটিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে। বিরতির পর বেশ কয়েক বার আক্রমণে যায় প্রাণীবিদ্যা বিভাগ তবে সফল হতে পারেনি তারা। ভাগ্যে যেন আজ অর্থনীতি বিভাগের দিকে সহায় হয়েছে খেলার ৪৫ মিনিটের মাথায় অর্থনীতি বিভাগের হয়ে চতুর্থ গোল করেন শরিফুল ইসলাম ।তার গোলে কারনে নিজেদের আবেক ধরে রাখতে পারছেনা অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষাথীরা। খেলার ৫০ মিনিটের দিকে ফাউল করার অপরাধে প্রাণীবিদ্যা বিভাগের ৮ নম্বর জারর্সি প্ররিহিত খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান রেফারি। খেলার সময় গড়িয়ে ঠিক ৫৭ মিনিট প্রাণীবিদ্যা বিভাগের ৯ নম্বর জারর্সি প্ররিহিত খেলোয়াড় প্যানাল্টির মাধ্যমে এক গোল দিয়ে দলকে কিছুটা এগিয়ে নেন। ৬০ মিনিটের মাথায় রেফারির শেষ বাসিতে অশ্রু জল আর ধরে রাখতে পারেনা অর্থনীতি বিভাগ। এর মাধ্যমে ৪-১ গোলে প্ররাজিত করে সেমিফাইনালে জায়গা দখল করে নেয় অর্থনীতি বিভাগ।ম্যাচটি দেখতে শিক্ষক, শিক্ষাথীসহ, বহিরাগতরা ভিড় জমান কলেজ মাঠে। ম্যাচটিতে জয়লাভের জন্য পুরো কলেজে আনন্দ মিছিল করেছে অর্থনীতি বিভাগ। ম্যাচ সর্ম্পকে জানতে চাইলে অর্থনীতি বিভাগের অধিনায়ক জানান, এই ম্যাচটির জন্য আমাদের খেলোয়াড়রা আনেক প্ররিশ্রম করেছে তারই ফল এটা। বাকী ম্যাচ গুলোতেও জয়ের ব্যাপারে আশাবাদী আমরা।

অপর ম্যাচটি শুরু হয় সকাল ১১.১৫ মিনিটে ম্যাচটি দেখতে ভিড় জমান উভয় দলের সমর্থকেরা দ্বিতীয় ম্যাচটিতে একাউন্টিং বিভাগকে ১-০ গোলে প্ররাজিত করে সেমিফাইনালে নিজের অবস্থান ধরে রাখেন ইসলামে ইতিহাস বিভাগ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
Next: সাকা-মুজাহিদের আপিল বিভাগের ফাঁসির রায়ই বহাল,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*