নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:
ঢাকা: জিটিভির সৌন্দর্য ও রূপচর্চা বিষয়ক জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক’। এই অনুষ্ঠানে এবার নিজের সৌন্দর্য চর্চা এবং ফ্যাশন সম্পর্কে কথা বলবেন অভিনেত্রী, উপস্থাপিকা ও চিত্র নায়িকা মাসুমা রহমান নাবিলা।
বলবেন বর্তমান ব্যস্ততা এবং জীবনের নানা গল্প। অনুষ্ঠানটি অনেকটাই ভিন্ন আঙ্গীকে এবং একাধিক নতুন কয়েকটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি মাসের প্রথম দুই সপ্তাহে থাকবেন সেলিব্রেটি অতিথি, তৃতীয় পর্বে সরাসরি উপস্থিত থাকবেন একজন বিউটি এক্সপার্ট । আর মাসের শেষ পর্বে ফেইসবুকের মাধ্যমে দর্শক অংশ্রগ্রহণ করতে পরবেন অনুষ্ঠানে।
আর এই দর্শকদের মাঝ থেকে বাছাইয়ের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক আর্থিকভাবে অসচ্ছল নারী দর্শককে গ্রুমিং করিয়ে অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।
বিউটি এক্সপার্ট ফারনাজ আলোমের সঞ্চালনায় এবং মাহমুদ হাসানের প্রযোজনায় ‘বিউটি টক’ প্রতি রবিবার ৯টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হয়।
নিউজবাংলা/একে
Comments
comments