Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও পুরুষের নামাজের জামায়াতে পার্থক্য কী ?

নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:

ঢাকা: ইমাম নববী [রহ] বলেন, আর মহিলারা জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে ভিন্ন- এক. পুরুষদের মত জামাতে নামাজ আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। দুই. তাদের মহিলা ইমাম তাদের মাঝ বরাবর দাঁড়াবে (সামনে নয়)।

 

ইমাম নববী [রহ] বলেন, আর মহিলারা জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে পুরুষদের থেকে ভিন্ন-

এক. পুরুষদের মত জামাতে নামাজ আদায় করা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।

দুই. তাদের মহিলা ইমাম তাদের মাঝ বরাবর দাঁড়াবে (সামনে নয়)।

তিন. মহিলা যদি একজন হয় তবে সে পুরুষের পিছনে দাঁড়াবে, পুরুষের পাশে নয়, যা পুরুষের বিধান থেকে ভিন্নতর।

চার. যখন মহিলারা পুরুষদের সাথে নামাজ আদায় করবে তখন তাদের শেষ কাতার প্রথম কাতার থেকে উত্তম। (আল-মাজমূ‘, ৩/৪৫৫)

মূল : ড. সালেহ ইবনে ফাওজান
ভাষান্তর : মাওলানা মনযূরুল হক

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: এক মাসেই শেষ হতে পারে পেপারবুক তৈরির কাজ
Next: বাপ্পি পরীকে ছাড়াই ক্যামেরার সামনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*