নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
ঢাকা: পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩ মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। পর দিন ৩ নভেম্বর মির্জা ফখরুল নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজবাংলা/একে
Comments
comments