Breaking News
  • চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পক্ষের সংঘর্ষ: এলাকায় ব্যাপক উত্তেজনা
  • ঠাকুরগাঁওয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ বরখাস্ত ৩
  • জানাযার পূর্বে মৃত ব্যক্তি জেগে উঠলেন!
  • বিশ্বনাথে দৌলতপুর যুবসংঘের অভিষেক ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত
  • কলাপাড়ায় আমনের বাম্পার ফলন ॥ কৃষকের মুখে হাসি

নিম্ন মানের কাগজ হওয়ায় বরগুনার আমতলীতে পিএসসির খাতা বাতিল

নিউজবাংলা: ২০নভেম্বর-শুক্রবার:

সি এম মাসুদ রানা ,বরগুনার  :
আসন্ন প্রাইমারী স্কুল সাটিফিকেট (পিএসসি) পরীক্ষা অনুষ্ঠানের জন্য বরগুনার আমতলীতে প্রস্তত কৃত ৩১ হাজার খাতা ও ৩০ হাজার লুচ সিটের কাগজ নিম্ন মানের হওয়ায় তা বাতিল করে নতুন করে খাতা তৈরির নির্দেশ দিয়েছে পরীক্ষা কমিটির সভাপতি ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় প্রাইমারী পর্যায়ে ৪ হাজার ৫শ’ ১৫ ও ইবতেদায়ী মাদরাসা পর্যায়ে ৬শ’ ৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। এদের নির্ধারিত ৬টি বিষয়ের জন্য ৩০হাজার ৯শ’ ৭৮টি খাতা এবং ৩০ হাজার লুচ সিটের প্রয়োজন। পরীক্ষা কমিটির সভাপতির নির্দেশ ক্রমে এগুলো স্থানীয় ভাবে স্পট কোটেশনের মাধ্যমে সংগ্রহ করার কথা থাকলেও আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা য্যোতিশ চন্দ্র শীল বিষয়টি কাউকে না জানিয়ে নিজে পটুয়াখালীর আজাদ প্রিন্টার্স এর নিকট থেকে খাতা ও কাগজ সংগ্রহ করেন। মঙ্গলবার বিকেলে ওই প্রতিষ্ঠান পিএসসি’র পরীক্ষার জন্য ৩০হাজার ৯শ’ ৭৮টি খাতা ও ৩০ হাজার লুচ সিট আমতলী শিক্ষা কর্যালয়ে সরবরাহ করেন। সরবরাহকৃত খাতা ও লুচ সিটের কাগজ অত্যন্ত নি¤œ মানের হওয়ায় পরীক্ষা কমিটির সভাপতি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান তা বাতিলের নির্দেশ প্রদান করেন। এবং মঙ্গলবার রাতে পরীক্ষা কমিটির এক জরুরী সভার মাধ্যমে নতুন করে কোটেশন সংগ্রহ করে বরিশালের মায়ের দোয়া অপসেট প্রেস নামে একটি প্রতিষ্ঠানকে খাতা ও লুচ সিট সরবরাহের জন্য কার্যাদেন দেন। আমতলীর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা য্যোতিষ চন্দ্র শীল অসুস্থ্য জনিত কারনে ছুটিতে থাকায় বর্তমানে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মু: জাহিদ উদ্দিন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষার খাতা ও লুচ সিটের কাগজের মান অত্যন্ত নি¤œ মানের ছিল। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, প্রইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা য্যোতিশ চন্দ্র শীল কাউকে কিছু না জানিয়ে নিজে পটুয়াখালীর একটি প্রতিষ্ঠানকে খাতা ও লুচ সিট সরবরাহের জন্য কার্যাদেশ দেন। ওই প্রতিষ্ঠানের সরবরাহকৃত খাতা ও লুচ সিটের কাগজের মান খুবই খারাপ। ছোট ছোট কোমল মতি শিশুরা এতে লিখতে পারবেনা তাই খারাপ মানের কাগজ বাতিল করে নিয়ম মোতাবেক নতুন একটি প্রতিষ্ঠানকে খাতা ও লুচ সিট সরবরাহের আদেশ দেওয়া হয়েছে।

নিউজবাংলা/একে:

Share This:

Comments

comments

Previous: বরগুনার তালতলীতে চোলাই মদ ও ডাকাতি মামলায় গ্রেফতার ২
Next: রাণীশংকৈলে স্কুল ভবনের উদ্বোধন ও মা সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*