নিউজবাংলা: ১২ জুন, রোববার:
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের দিঘলিয়া এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রাকিব শেখ(৩১) নামে একজন ডাকাত নিহত হয়েছে।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। নিহত রাকিব নড়াইলের জয়পুর ইউনিয়নের চাঁচই গ্রামের মৃত মোকলেজ শেখের ছেলে। তার নামে লোহাগড়া, নড়াইল এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ডাকাতিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে বলে লোহাগড়া থানা পুলিশ জানায় । এ সময় লোহাগড়া থানার এএসআই খান মিজান, কনস্টেবল আব্দুল কাদের, তরিকুল ও মোকারবি আহত হয়েছেন। অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পুলিশ তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাকিবের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
নিউজবাংলা/একে
Comments
comments