Breaking News
  • আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার
  • কলাপাড়ায় যৌতুকের দাবীতে এক সন্তানের জননীকে কুপিয়ে জখম
  • কলাপাড়া পৌরশহরের মুসলিমপাড়া সড়কটি পানির নিচে ॥ ভোগান্তিতে কোমলমতি শিশু শিক্ষার্থী
  • ঝিনাইদহে ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জন আটক
  • ঝিনাইদহে বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু !

নড়াইলে বজ্রপাতে এক রাখালসহ ২৬টি পশুর মৃত্যু

নিউজবাংলা: ১২ জুন, রোববার:

উ্জ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের  বাহিরডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থানরত শূকর পালের রাখাল অতুল কুমার রায় (৫৫) বজ্রপাতে মারা গেছেন।

শনিবার (১১ জুন) গভীর রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। অতুল যশোর সদর থানার নরেন্দ্রপুর গ্রামের মৃত.মতিলাল রায়ের ছেলে। এ সময় ২৪টি শূকরের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহিরডাঙ্গা গ্রামে শূকর পালের রাখাল যশোরের মনিরামপুর থানার শ্যাম মন্ডল (৫০), স্বপন তরফদার (৫০), স্বরুপ মন্ডল (২২), পরিতোষ মন্ডল (৫৫) ও অতুল কুমার রায় (৫৫) তাবুতে অবস্থান করছিলেন। এ সময় অতুল রায় প্রকৃতির ডাকে তাবুর বাইরে গেলে বজ্রপাতে তিনি মারা যান। অন্যরা তাবুতে জ্ঞান হারান। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কালিয়া থানার ওসি আব্দুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একই সময়ে বড় কালিয়া গ্রামের বকুল শেখের গোয়াল ঘরের ওপর বজ্রপাতে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দু’টি ষাঁড়ের মৃত্যু হয়েছে। #

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: দখল-দুষণ ও কচুরীপানায় আক্রান্ত চলনবিলের ১৬টি করালগ্রাসী নদী
Next: চীন সরকারের আমন্ত্রনে এমপির কন্যা ও মহিলা নেতৃ মুক্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*