Breaking News
  • পুলিশকে সরকারের ঈদ বকশিশ ‘সাঁড়াশি অভিযান’: রিজভী
  • নাটোরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতকর্মী সহ আটক ১৭
  • নাটোরে খ্রিষ্টান মুদিদোকানদার হত্যার ১ সপ্তাহ হলেও আতঙ্ক কাটছে না খ্রিষ্টান পল্লীর জনমনে
  • আবারও পিছালো আ.লীগের জাতীয় সম্মেলনের তারিখ
  • সরকার গুপ্তহত্যা বন্ধ করতে পারবে: প্রধানমন্ত্রী

পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষের জীবন যাত্রার মান পাল্টে দিয়েছে ভূট্রার আবাদ

নিউজবাংলা: ১১ জুন, শনিবার:

সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় ও ঠাকুগাঁও জেলার বিভিন্ন অঞ্চলের মানুষের জীবযাত্রার মান পাল্টে দিয়েছে ভূট্রার আবাদ। জেলা দুটোর বিভিন্ন অঞ্চলে ভুট্রা চাষে নীরব বিপ্লব ঘটে যাওয়ায় পাল্টে গেছে মানুষের জীবন যাত্রা।

যে সব অঞ্চলে জমি দিনের পর দিন ছিল অনাবাদি ও পতিত সেই সব জমি এখন ভূট্রায় পরিপূর্ণ। ভুট্রা চাষে মানুষের আগ্রহ বেড়েই চলেছে। চলতি মৌসুমে ভুট্রা আবাদের সঠিক মাত্রা জানা যায়নি। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদের ধারণা করা হয়েছে। ভুট্রা চাষে এ বার আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে বলে কৃষক ও কৃষি অফিস জানিয়েছে। প্রতি বছর ভুট্রা চাষে জমি বৃদ্ধি পাচ্ছে। বোরোর চাইতে উৎপাদন খরচ কম এবং সেচ খরচ কম লাগায় কৃষকেরা ভৃট্রা চাষে আগ্রহী হয়েছে। ভুট্রা চাষে কৃষকেরা একদিকে অর্থ উর্পাজন অন্যদিকে জ্বালানীতে সাশ্রয় এনেছে অনেক। বর্তমান ভুট্রা প্রতিমণ ৫/৬শত টাকায় বিক্রি হচ্ছে। কৃষকেরা এখন তাদের ভুট্রা ক্ষেত থেকে ঘরে নিতে মহাব্যস্ত। পরিবারের কেউ বসে নেই। দিনরাত ভুট্রা মাড়াই মেশিনের শব্দে মুখরিত এলাকাগুলো। কৃষকেরা জানান,ভুট্রা চাষে এখন জরুরী প্রয়োজন কৃষি ঋণ,সরকারি ভাবে ক্রয় করা, উন্নত ও হাইব্রীড বীজ সংগ্রহ এবং ন্যায্যমুল্যে বিক্রি করা, ভুট্রা আবাদে কৃষককে  আরো উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে মনে করছে এলাকার সচেতন কৃষক মহল ।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ভেদরগঞ্জে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা
Next: মিথ্যা চুরির অপবাদে গৃহকর্মীকে নির্যাতন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*