Breaking News

পবিত্র রমজানে মুসলমান ক্রিকেটারের মৃত্যু, শোকে মাতম ক্রিকেট বিশ্ব

নিউজবাংলা: ১২ জুন, রোববার:

ঢাকা: একটি দুর্ঘটনায় জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেল মুসলমান ক্রিকেটার হামজা আলির। অ্যাভন নদীতে পড়ে আর ফেরা হল না ২০ বছর বয়সী এই ক্রিকেটারের। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি।

 

গত এপ্রিলে হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণীর

ক্রিকেটে অভিষেক হয়েছিল এই মিডিয়াম ফাস্ট বোলারের। কার্ডিফ মেরিলিবোন ক্রিকেট ক্লাব ইউনিভার্সিটির বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। হ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশে ছিলেন মোটামুটি নিয়মিত নাম।

এমসিসির ইয়াং ক্রিকেটার্স প্রকল্পে হামজার নামই সুপারিশ করেছিল হ্যাম্পশায়ার। এমসিসি ইয়াং ক্রিকেটার্সের হয়ে খেলেছিলেন বেশ কয়েকটি ট্রায়াল ম্যাচ। অকালপ্রয়াত ক্রিকেটারের স্মরণে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচে হাতে কালো ফিতা বেঁধে মাঠে নামবে হ্যাম্পশায়ার দল। তা ছাড়া হামজার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে বিভিন্ন ক্রিকেট ক্লাব।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: যে কারণে হার্ট অ্যাটাক বেশি হয় পুরুষদের!
Next: শুধু আর্জেন্টিনা নয়, স্পেনেও নাগরিকত্ব রয়েছে মেসির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*