নিউজবাংলা: ১২ জুন, রোববার:
ঢাকা: পবিত্র মাহে রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর মধ্য থেকে ১০ বাছাই করা তথ্য এখানে তুলে ধরা হল। এসব তথ্য প্রত্যেকটি মুসলমানের জানা দরকার।
১. রমজান চান্দ্র বছরের নবম মাস।
২. রমজান উপবাসের মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার খাদ্য, পানীয়
গ্রাহণ নিষিদ্ধ।
৩. সূর্যাস্তের পরে অর্থাৎ মাগরিবের নামাযের আজান শুনে ইফতার।
৪. নাবালেগ শিশুদের ওপর রোজা ফরজ নয়।
৫. বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা রোজার আওতার বাইরে।
৬. অসুস্থ ব্যক্তি, যিনি রোজা রাখতে অক্ষম, তিনি কোনও দরিদ্র ব্যক্তিকে খাদ্য দান করলে তাঁর রোজা হয়ে যাবে।
৭. গর্ভবতী, সদ্যপ্রসবা এবং ঋতুমতী নারীও রোজার বাইরে থাকবেন।
৮. অনিচ্ছাকৃত রোজাভঙ্গ শাস্তিযোগ্য নয়।
৯. রমজানের রোজা শেষ হয় ঈদ-উল-ফিতরের মধ্য দিয়ে।
১০. ঈদ-উল-ফিতর দান, সংযম, আত্মশুদ্ধির এবং রোজাদারের জন্য আনন্দের উৎসব।
নিউজবাংলা/একে
Comments
comments