নিউজবাংলা: ২৫ নভেম্বর-বুধবার:
মোঃ আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি :
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর আঞ্চলিক কর্মসুচি ব্যবস্থাপক স্বপন রোজারিও। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির, ল্যাম্ব হাসপাতালের গণ-সংযোগ কর্মকর্তা এ্যানোস সরেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বজুড়ে পরিবর্তনশীল জলবায়ুর কারণে নানাভাবে ক্ষতি ও হুমকির মুখে পড়েছে বাংলাদেশের কৃষি। তাই জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার উন্নয়ন ও বিরুপ পরিবেশকে অনুকুলে আনার কৌশল উন্নয়ন জরুরী হয়ে পড়েছে বলে তারা অভিন্ন মত পোষন করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জুনিয়র কর্মসুচি কর্মকর্তা
(ম্যাচ ফান্ড-৩) হিরা লাল রায়, জল বায়ু সহনশীল কৃষি প্রকল্পের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন ও আর্শিবাদ প্রকল্পের মাঠ কর্মকর্তা বেঞ্জামিন সরেন।
নিউজবাংলা/একে
Comments
comments