নিউজবাংলা: ১৮ নভেম্বর, বুধবার:
ঢাকা : বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
ম্যাচের ২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ডগলাস কস্তা।
বিরতির কিছু পর ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। কস্তার দারুণ পাসে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে গোল করেন করিন্থিয়ান্সের মিডফিল্ডার রেনাতো অগুস্তো।
৬৭তম মিনিটে অফসাইডের ফাঁদে নষ্ট হয় নেইমারের একটি গোল। ৭৭তম মিনিটে স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন লুইস। কস্তার জোরালো শট কোনোমতে ফিরিয়ে দিয়েছিলেন গোলরক্ষক; ফিরতি বল বিনা বাধায় জালে পাঠান অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার লুইস।
চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দুঙ্গার দল। এই জয়ে আবার কক্ষপথে ফিরল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া উরুগুয়ে ৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
নিউজবাংলা/একে
Comments
comments