Breaking News
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
  • হিরোইনসহ কৃষি কর্মকর্তা-ব্যবসায়ী আটক

প্রাণভিক্ষার খবরকে অবিশ্বাস্য বললেন সাকা-মুজাহিদের পরিবার

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: ফাঁসির আদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করার খবরকে অবিশ্বাস্য বলছেন সাকা ও মুজাহিদের পরিবার। শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ জানায়, সাকা চৌধুরী ও মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।
এই খবরের পর সাকা চৌধুরী ও মুজাহিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দু’জনের পরিবারের সদস্যরা বলছেন, প্রাণভিক্ষার জন্য আবেদনের যে খবর আসছে, তা সঠিক নয়। এবিষয়ে তারা সাকা ও মুজাহিদের সঙ্গে দেখা করতে গিয়েও গতকাল ফেরত আসছেন বলে জানান।
এর আগে কারা কর্তৃপক্ষ জানায়, ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। প্রাণভিক্ষার দু’টি আবেদন আজকেই রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এই খবরের প্রতিক্রিয়ায় বিবিসি বাংলাকে দু’জনের পরিবারের সদস্যরা জানান, প্রাণভিক্ষা তারা চাইবেন না বলে জানিয়েছিলেন। দণ্ডপ্রাপ্তদের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হতো। কিন্তু তারা গতকাল শুক্রবার এ বিষয়ে কথা বলার অনুমতি চেয়েও পাননি।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর বলেছেন, প্রাণভিক্ষা চাওয়ার যে খবর আসছে সেটি সঠিক নয় বলে তারা মনে করেন।
তিনি আরো বলেন, তারা যখন তার বাবার সঙ্গে দেখা করেছেন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি প্রাণভিক্ষা চাইবেন না।
এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীও এ খবরটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, তারা আইনজীবীর মাধ্যমে দুদিন ধরে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে দেখা করতে চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন।
সালাউদ্দিনের সাথে দেখা করা গেলে এ বিষয়ক বিভ্রান্তি দূর হতো বলে তিনি উল্লেখ করেন

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নীলফামারীতে মসজিদের ঈমাম গ্রেফতার
Next: সাকা রাষ্ট্রপতিকে যা বললেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*