নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
ঢাকা: জামায়াতের হরতালের কারণে শুরুতেই হোঁচট খেয়েছে এবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।
সোমবারের নির্ধারিত বিষয়গুলোর পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রাহমান ফিজার রোববার মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ২৩ নভেম্বর সোমবারের পরীক্ষা আগামী ৩০ নভেম্বর একই সময়ে নেওয়া হবে।
সোমবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সোমবার এই হরতালের বার্তা দিয়েছে তার দল জামায়াতে ইসলামী।
চলতি বছর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে অংশ নিচ্ছে।
ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে রোববার এ পরীক্ষা শুরু হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments