Breaking News
  • স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর খুলা হবে ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম : তারানা হালিম
  • আইএসে নিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নারী
  • পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন
  • শারীরিক পরীক্ষা শেষে কাশিমপুর কারাগারে বাবর
  • সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ৫০ জনের শিরশ্ছেদের পরিকল্পনা

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আজ শুরু

নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:

ঢাকা: আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সকাল ১১টায় ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২৯শে নভেম্বর পর্যন্ত।

 

প্রশ্নফাঁস রোধে এবার প্রথমবারের মতো ৮ সেট প্রশ্নে এই পরীক্ষা নেয়া হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা তদারকি করতে মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তমবারের মতো আয়োজিত এ দুটি পরীক্ষায় সাড়ে ৩২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার সমাপনী পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।

গত বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, পিএসসিতে এবার ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্র্থী অংশ নেবে। সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। দেশের বাইরেও ১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে। আজ রোববার ইংরেজি বিষয়  দিয়ে এ পরীক্ষা শুরু হচ্ছে।   চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। তবে আগামীকাল সোমবার জামায়াত হরতাল ডাকায় এ দিনের পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গত বছরের চেয়ে এক লাখ ৯৮ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।  গত বছর পরীক্ষার্থী ছিলো ৩০ লাখ ৯৫ হাজার ৩২১ জন ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: প্রাণভিক্ষা চাননি সালাউদ্দিন : বিএনপি
Next: স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*