নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি চ্যানেলগুলোতে সাকা-মুজাহিদ পরিবারের সদস্যদের কান্নাকাটি দেখিয়েছে। ওদের সহানুভূতি প্রকাশ করেছে। কিন্তু তারা (সাকা-মুজাহিদ) একাত্তর সালে কী করেছে তা দেখায়নি।
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মিডিয়ায় জোড়া ফাঁসির কথা বলা হয়েছে। কিন্তু এর আগেও অনেকের একসঙ্গে ফাঁসি হয়েছে। এমনকি একাধিক ব্যক্তিরও ফাঁসি হয়েছে, যেগুলো মিডিয়াতে বলা হয়নি।’
এর আগে গত শনিবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে একই সময় এক মঞ্চে ফাঁসির দড়িতে ঝোলানো হয়।
নিউজবাংলা/একে
Comments
comments