নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা : ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় চার জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ আদালত।
একই সঙ্গে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপর একটি ধারায় ধর্ষণের অভিযোগে এই চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৪ এর বিচারক আবদুর রহমান সর্দার।
এর আগে, বেলা ১২টার দিকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে আদালত এই রায় দেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৩ ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠানে নবম শ্রেণির এই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখে আসামিরা।
পরে পুলিশ ও পরিবার এসে লাশ উদ্ধার করে। ঘটনার দুইদিন পর নিহতের ভাই ফরিদপুরের কোতয়ালি থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এই চার আসামির মধ্যে একজন
নিউজবাংলা/একে
Comments
comments