নিউজবাংলা: ১৮ নভেম্বর, বুধবার:
ঢাকা : প্যারিসের উত্তরাঞ্চলে সেন্ট ডেনিস এলাকায় সন্দেহভাজন হামলাকারীকে ধরতে গেলে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ধারণা করা হচ্ছে যে জঙ্গি আস্তানায় হানা দেয়ার সময়ই ফরাসি পুলিশ আজ প্রতিরোধের মুখে পড়লো। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় যে, ফ্রান্সের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনেক জঙ্গি।
বুধবারের ওই ঘটনায় কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে জানা যায়।
গত শুক্রবারে প্যারিসে ঘটে যাওয়া ভয়াবহ ওই হামলার এক সন্দেহভাজনকে ধরতে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। ফরাসী টিভি চ্যানেল বিএফএমটিভি এবং আইটেলি উভয় চ্যানেলেই এই খবর প্রকাশিত হয়েছে।তবে শেষ পর্যন্ত সন্দেহভাজন জঙ্গিকে ধরা সম্ভব হয়েছে কি না তা জানা যায়নি।
গত শুক্রবার প্যারিস হামলায় ১২৯জনের মৃত্যু হয়। এ হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস। এরপর ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন স্থানে হামলার হুমকী দিয়ে আসছে আইএস।
নিউজবাংলা/একে
Comments
comments