Breaking News
  • সৌদি সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী
  • প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • অভ্যন্তরীণ দুর্বলতায় ব্যাংকে অনিয়মের ঘটনা ঘটেছে
  • রুশ হামলায় সিরিয়াতে ৯৭ শিশুসহ ৪০০ জন নিহত
  • ‘বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, উনি ভাঙলেও মচকাবেন না’

ফ্রান্সকে যে সতর্ক করেছিল তুরস্ক

নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:

ঢাকা : প্যারিসে সন্ত্রাসী হামলার ব্যাপারে ফ্রান্সকে তুরস্ক দুইবার সতর্ক করেছিল। তুরস্কের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, আত্মঘাতী হামলাকারী ওমর ইসমাইল মোস্তাফির ব্যাপারে ফ্রান্স কর্তৃপক্ষকে দুইবার সতর্ক করা হয়।

কিন্তু হামলার আগ পর্যন্ত তাদের এই সতর্কবাণী আমলে নেয়নি ফ্রান্স। ওই কর্মকর্তা আরো জানান, মোস্তাফি ২০১৩ সালে ফ্রান্সে প্রবেশ করেন এবং দেশত্যাগের কোনো খবর ছিলনা। ২০১৪ সালের ১০ অক্টোবর তুরস্ক ফ্রান্সের কাছ থেকে সন্ত্রাসী তালিকার জন্য আবেদন করে। কিন্তু সেই তালিকায় মোস্তাফির নাম ছিল না। কিন্তু এক অনুসন্ধানে মোস্তাফির ব্যাপারে জানতে পারে তুরস্ক। তারা এজন্য দুইবার ফ্রান্সকে সতর্ক করে। প্রথমবার ২০১৪ সালের ডিসেম্বরে এবং এরপর ২০১৫ সালের জুনে। ২৯ বছর বয়সী ফরাসি নাগরিক ওমর ইসমাইল মোস্তাফিকেই প্রথম হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে ফ্রান্স। তার বিক্ষত আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয় ফ্রান্সের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। বাটাক্লঁ কনসার্ট হলে শুক্রবারের হামলায় অন্তত ৮৯ জন মারা গেছে। হামলাকারীদের একজন ছিলেন ওমর ইসমাইল। তবে এই কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তারা ফ্রান্সকে এখন আর বিব্রত করতে চায় না।

 

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: আগেও পুলিশের চোখে ধুলো দিয়েছিল আবাউদ
Next: এবার জয়া আহসান ‘খাচা’তে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*