Breaking News
  • হতভাগা তিন বাংলাদেশির লাশ হস্তান্তর
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

বরগুনায় আমন ক্ষেতে ইদুরের আক্রমন

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

সি এম মাসুদ রানা, বরগুনা প্রতিনিধি:

বরগুনায় আমন ধানে ইদুরের আক্রমনে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশ হাজার হেক্টরেরও বেশী জমির ফসল। বারবার ওষুধ দিয়েও ঠেকানো যাচ্ছেনা ক্ষয়ক্ষতির পরিমান।

নতুন ধানের শীষ গজানো শুরু হতেই ইদুরের আক্রমনে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কৃষকরা। মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহে কৃষকের মনে যখন স্বস্তি থাকার কথা তখনই নতুন করে দেখা দিয়েছে বিপর্যয়। নতুন ধানের শীষ মাথা তুলে দাঁড়াতে দেখে যখন তিন মাস হাড়ভাঙা কষ্টের কথা ভুলে যাবে কৃষক ঠিক তখনই ওইসব ধান গাছের গোঁড়া কাটা অবস্থায় দেখতে পেয়ে বিচলিত হয়ে পরেন এলাকার প্রান্তিক চাষিরা। সরেজমিনে জানাগেছে, বরগুনার তালতলীতে কয়েক হাজার হেক্টর ফসলি জমিতে বেড়েছে ইদুরের উপদ্রপ। প্রতিদিন সকালেই ক্ষেতের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে কেটে ফেলে ফসল। এতে বিপর্জস্থ হয়ে পরেছে তালতলী উপজেলার নিশানবাড়িয়া, সোনাকাটা ও বড়বগী ইউনিয়িনের কৃষকরা। কয়েকজন কৃষক জানান, কোন প্রকার ওষুধে কাজ না হওয়ায় জাল, শাবল, খোন্তা দিয়ে ইদুরের গর্ত লক্ষ করে দলবেধে নেমে খুজে খুঁজে ইদুর নিধন করছি। হাঁটু সমান পানিতেও ইদুরের আক্রমন থেকে রক্ষা পাচ্ছেনা ধান গাছগুলো। আর এখনই ক্ষেতের পানি নামিয়ে না দিলে হবেনা ধানের ভাল ফলন। অন্যদিকে সময় হয়েছে খেসারী ও কলাই বীজ রোপনের। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার হালদার বলেন, অবশ্য ইদুরের আক্রমন ঠেকানোর লক্ষে আমাদের নানামুখি পদক্ষেপ গ্রহন এবং কর্মপরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ভিডিও ফুটেজের মাধ্যমে কৃষকদের ইদুর দমনের প্রশিক্ষন দেয়া হচ্ছে। নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা উপকুলের কৃষকরা পুরোপুরিই অসহায় ক্ষেতে ইদুরের আক্রমনে। সরকার অতিসত্বর কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন না করলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে কৃষকের।

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: টাঙ্গাইলে জমে উঠেছে গরিবের শীতের কাপড়ের মার্কেট
Next: বিশ্বনাথ কলেজে সংর্ঘষ ছাত্রলীগের মিছিল-ফটকা বিস্ফোরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*