নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
সি এম মাসুদ রানা, বরগুনা থেকে:
বরগুনা শহরের শহরতলী গৌরীচন্না ইউনিয়নে খাজুরতলা গ্রামে রমনী মোহন মিস্ত্রীর বাড়িতে গত পরশু রাত আনুমানিক ১ টা ১৫ মিনিটের সময় দূধর্ষ ডাকাতি ঘটে।
এ সময় ১৫-১৬ জন একটি অজ্ঞাত পরিচয়ের ডাকাত দল রমনী মোহন মিস্ত্রীর ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সকলকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কে মারধর করে আলমারীর চাবি নিয়ে আলমারীতে থাকা প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের জমির দলিলপত্র, নগত টাকা স্বর্ণালংকার ডাকাতি করিয়া নিয়া যায়। এ ব্যাপারে রমনী মোহন গতকাল অজ্ঞাত নামা ১৫-১৬ জনকে আসামী করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৮। মামলা সূত্রে জানা গেছে ডাকাতেরা মুখোস পড়া ছিল। তাদের কে সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনার পরে বরগুনা থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ রিয়াজ হোসেন পিপিএম মুঠো ফোনে জানান এ মামলায় শহিদুল ইসলাম স্বপন নামে একজনকে গ্রেফতার
নিউজবাংলা/একে
Comments
comments