নিউজবাংলা: ১৭ নভেম্বর, মঙ্গলবার:
ঢাকা : চার স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে আজ বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে (৫টা৩০মি.) ২০১৮ বিশ্বকাপের ফিরতি লেগে শক্তিধর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা বাংলাদেশ। সেপ্টেম্বরে পার্থে প্রথম লেগে ৫-০তে উড়ে যায় মামুনুলের দল।
বাস্তবতা হলো- নিজেদের মাঠ হলেও, এ ম্যাচেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই। শক্তি- সামার্থে বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া যোজন যোজন মাইল এগিয়ে। চারবার বিশ্বকাপের মূল পর্বে খেলা অস্ট্রেলিয়া বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নও বটে। ফিফা র্যাঙ্কিংয়েও বেশ উপরের দিকে তারা।
তারপরেও আজকের ম্যাচটি বহুল আলোচিত। কারণটা অন্যখানে।
নিরাপত্তার অজুহাত দেওয়ায় এক সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে। বাফুফে কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাসের পরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে ঢাকায় আসতে নানা গড়িমসি করে অস্ট্রেলিয়া দল।
শেষ পর্যন্ত গতকাল রাত সাড়ে ৮টায় ৪৪ সদস্যের দলটি ঢাকায় পৌঁছে। হোটেল ওয়েস্টিন থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোজা মাঠে এবং খেলা শেষ করে ড্রেসিং রুম থেকেই সোজা বিমানবন্দর চলে যাবে অস্ট্রেলিয়া দল।
রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে অস্টেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু বলেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো । ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি বেশ ভালো একটা ম্যাচ হবে। জয় নিয়েই দেশে ফিরতে পারবো আমরা।’ অধিনায়ক মাইল জেডিনাক বলেন, ‘এটা একটা ভিন্ন পরিবেশ আমাদের জন্য। প্রথম খেলতে এসেছি এখানে। আগের ম্যাচে ওদের হারিয়েছি। এবারো হারাতে পারবো আশা করি।’
অন্যদিকে প্রথম লেগে ৫-তে বিধ্বস্ত হওয়া বাংলাদেশের লক্ষ্য যথাসম্ভব ভালো খেলা।সম্ভব হলে ড্র করা। বাংলাদেশ দলের অন্যতম তারকা ফুটবলার জামাল ভুঁইয়া বলেন,‘ ‘বাস্তবতা অনেক কঠিন, ওরা ফিফা র্যাঙ্কিংয়ে ৬০ নম্বরে আর আমরা ১৮০তে। ওরা এশিয়ান চ্যাম্পিয়ন। আমরা সাফ ফুটবলে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাচ্ছি দুই আসর যাবৎ। তারপরে সর্বমক্তি দিয়ে আমরা মাঠে নামব। আমরা ড্রয়ের জন্য খেলব।’
বাংলাদেশ কোচ ফ্যাবিও লোপেজ বললেন,‘সত্যি বলতে কী অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের শক্তিমত্তায় অনেক পার্থক্য। দলটি সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলা খেলে থাকে। মাঠের লড়াইয়ে তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব না। তবে, আমি আমার ছেলেদের বলেছি এদিন নিজেদের সেরা খেলাটিই খেলতে।’
এটি এবারের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের সপ্তম ম্যাচ। ‘বি’ গ্রুপে এর আগের ছয় ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। অপরদিকে ‘বি’ গ্রুপের দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট।
নিউজবাংলা/একে
Comments
comments