নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
ঢাকা: মাঠটা রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যু। যেখানে একক কর্তৃত্ব চলে লজ ব্লাঙ্কোজদের। সেই মাঠেই কি না রাজত্ব করে এলো বার্সেলোনা।
একেবারে বাঘের খাঁচায় গিয়ে বাঘকেই পরাজিত করে আসার মত। লুইস সুয়ারেজের জোড়া এবং নেইমার ইনিয়েস্তার গোলে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে ০:৪ ব্যবধানে হারিয়ে আসলো বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে ইসকোর লালকার্ডে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
ইনজুরি থেকে মুক্ত হলেও ফিটনেস পুরোপুরি ফিরে পাননি লিওনেল মেসি। সুতরাং তাকে সাইডবেঞ্চে বসিয়ে রেখেই এল ক্ল্যাসিকোর একাদশ গঠন করলেন বার্সা কোচ লুইস এনরিকে। তবে মেসি না থাকলে কি হবে, নেইমার-সুয়ারেজ আছে না! গত কয়েকটি ম্যাচ যেভাবে উড়ছে এই দুই লাতিন তারকা, তার ধারাবাহিকতা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতেও।
রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই রিয়ালের জালে দু’বার বল জড়িয়েছে সফরকারী বার্সেলোনা। কে দিয়েছে গোল দুটি? খেলা না দেখলেও যে কেউ ধারনা করে নিতে পারেন, তারা দু’জন কে। অবধারিতভাবেই নেইমার এবং সুয়ারেজ।
এল ক্ল্যাসিকোর মহারণ বলে কথা। সেখানে নেইমার-সুয়ারেজ জ্বলে উঠবেন না তা কি করে হয়! দু’জন যে লম্বা রেসের ঘোড়া! বড় ম্যাচের খেলোয়াড়! ক্রিশ্চিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা যতই থাকুক, ঠিকই গোল বের করে আনতে ওস্তাদ বার্সার এই দুই মহা তারকা। সেটা এল ক্ল্যাসিকো মহারণের প্রথমার্ধেই প্রমাণ করে ছাড়লেন তারা দু’জন।
খেলা শুরুর ১০ মিনিট যেতে না যেতই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ১১ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করলেন লুইস সুয়ারেজ। সার্জি রবার্তোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দারুন এক শটে বলটি স্বাগতিক রিয়ালের জালে জড়িয়ে দেন সুয়ারেজ।
খেলার ৩৯মিনিটে দ্বিতীয় গোলটি আসে নেইমারের পা থেকে। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক গোল করেন ব্রাজিলিয়ান সেনসেশন। খুবই কঠিন এক অ্যাঙ্গেল থেকে বাম পায়ের শটে গোলটি করেন তিনি।
প্রথমার্ধে এই দুই গোলেই এগিয়ে থাকল বার্সা। এই অর্ধে বার্সার জালে একটি মাত্র শট নিতে পেরেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। দলের মধ্যে রোনালদো আর কোচ বেনিতেজকে নিয়ে যে অস্থিরতা বিরাজ করছে, তা স্পষ্ট হয়ে গেছে এই ম্যাচে। লুকা মডরিচ আর টনি ক্রুস ছিলেন মাঝ মাঠের দায়িত্বে। তার দু’জন মাঝ মাঠের ওপরেই বল তুলতে পারেননি।
দ্বিতীয়ার্ধে ফুঁসে ওঠে পুরো বার্নাব্যুও গ্যালারি। প্রথমদিকে তারা উৎসাহ যুগিয়ে গেছেন রোনালদোদের। কিন্তু সময় যত গড়িয়েছে, তত বার্সা ব্যবধান বাড়িয়েছে আর রিয়াল পিছিয়ে পড়েছে। ফলে ৮০ হাজার দর্শকের প্রায় অধিকাংশই উত্তেজিত হয়ে ওঠে।
মাঠের খেলোয়াড়ের চেয়ে প্রেসিডেন্ট বক্সে বসা ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রতি ক্ষোভ বেশি রিয়াল সমর্থকদের। এ নিয়ে ১১তমবারেরমত মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে গ্যালাকটিকো তৈরী করেছেন পেরেজ, কিন্তু সেটা আক্ষরিক অর্থে একটা দল হয়ে উঠতে পারেনি।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অষ্টম মিনিটের মাথায়ই (৫৩ মিনিট) তৃতীয়বারেরমত এগিয়ে যায় বার্সা। নেইমারের দুর্দান্ত এক ব্যাকহিল পাসে বল পেয়ে যান ইনিয়েস্তা। প্রায় ১৫ গজ দুর থেকে ডান পায়ের দারুন এক শটে গোল করেন বার্সা অধিনায়ক। এল ক্ল্যাসিকোয় এ নিয়ে তৃতীয় গোল করলেন ইনিয়েস্তা। আর বার্সার অধিনায়ক হিসেবে প্রথম।
এর চার মিনিট পর (৫৭ মিনিটে) ইভান র্যাকিটিককে তুলে নিয়ে সাইডবেঞ্চ থেকে মাঠে সামানো হয় লিওনেল মেসিকে। হাঁটুর ইনজুরির কারণে প্রায় দুই মাস বাইরে ছিলেন মেসি। দুইমাস পর অবশেষে মাঠে নামতে পারলেন বার্সার আর্জেন্টাইন সুপার স্টার।
ফেরার ম্যাচে অবশ্য গোল পাননি তিনি। উল্টো মেসির উপস্থিতিতে নিজের জোড়া এবং দলের হয়ে চতুর্থ গোল করেন সুয়ারেজ। খেলার ৭৪ মিনিটে জর্দি আলবার পাস থেকে বল পেয়ে গোলটি করেন সুয়ারেজ। ম্যাচের ৮৪ মিনিটে নেইমারকে বাজেভাবে ট্যকল করার কারণে ইসকোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।
দ্বিতীয়ার্ধে তিনটি নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পারলে ম্যাচের চেহারা পরিবর্তণ হয়ে যেতো। এই জয়ের ফলে রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। ১২ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৩০। অবস্থান শীর্ষে। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। তবে আগামীকাল যদি রিয়াল বেটিসকে হারিয়ে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, তাহলে তিনে নেমে যাবে রিয়াল। অ্যাথলেটিকো উঠে যাবে দুইয়ে
নিউজবাংলা/একে
Comments
comments