Breaking News
  • ‘সুন্দরবন’ আগামী পূজার আগেই পশ্চিমবঙ্গের নতুন জেলা হচ্ছে
  • স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর খুলা হবে ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম : তারানা হালিম
  • আইএসে নিয়োগের প্রধান মাধ্যম হচ্ছে নারী
  • পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন
  • শারীরিক পরীক্ষা শেষে কাশিমপুর কারাগারে বাবর

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বিখ্যাত বাশেঁর হাট প্রতি হাটে বিক্রি হয় ৯-১১ লাখ টাকা

নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:

মজিবর রহমান শেখ, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট বাশের জন্য বিখ্যাত। প্রতি মাসে এই হাটে প্রায় অধ্য কোটি টাকার বাশ কেনা বেচা হয়ে থাকে। এই জেলার সবচেয়ে বড় বাশের হাট বলে মনে করেন বালিয়াডাঙ্গী উপজেলার ব্যবসায়ীরা।

তাই পাশ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা শহর থেকে বড় ব্যবসায়ীরা বাশ কিনতে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে আসেন। প্রতি হাটে ৯-১১ লাখ টাকা বাশ বিক্রি হয় বলে জানান বাশ ব্যবসায়ীরা। এই হাটে জাতীয় বাশ পাওয়া হয়। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই লাহিড়ী হাট জমে থাকে। জানা যায় উপজেলার ৮টি ইউনিয়নের হাট গুলো থেকে লাহিড়ী হাটে বেশি বাশ রপ্তানী হয়। এই এলাকার বিভিন্ন জাতের বাশের মধ্যে জাতীয় বাশ উৎপাদন ও চাহিদা বেশি। এসব এলাকার অনেকবাদী ও উচু জমিতে বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে এই বাশ চাষ হচ্ছে। পাড়িয়া ইউনিয়ন থেকে আশা বাশ ক্রেতা মো: খলিলুর রহমান জানান কম খরচে লাভ বেশি হওয়ায় আমার সব অনাবাদী জমিতে প্রায় বাশের চাষ করছি। ঐ জমি বাশ বিক্রির আয় দিয়ে চলছে সংসার স্থানীয় বাশ ব্যবসায়ী কঠলু ও পানিয়া মোহাম্মদ আমি এই হাট থেকেই বাশ কিনে বড়ব্যবসায়ীদের কাছে বিক্রি করে নি এতে প্রতি বছর প্রায় ১-২ লাখ টাকা আয় থাকে। বড়বাড়ী গ্রামের বারেক মোহাম্মদ জানান আমি প্রায় ৩৫ বছর যাবৎ লাহিড়ী হাটে বাসের ব্যবসা করে আসছি। এই ব্যবসায় সুযোগ সুবিধা ভালো হওয়ায় আমার পুর্ব পুরুষ গণের সঙ্গে আমিও জড়িত আছি। জানা গেছে দেশের দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন জেলা নায্য মুল্য পাওয়ার আশায় ব্যবসায়ীরা বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে বাশ ক্রয় করার জন্য আসে। এই ব্যাপারে লাহিড়ী হাট ইজাদার আফজাল হোসেন বলেন সরকারি নিয়ম অনুযায়ী দরপত্র আহব্বানের ভিত্তিতে ইজারা নেওয়া হয়েছে। এটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সবচেয়ে বড় হাট লাহিড়ী হাট হওয়ায় দেশের সবচেয়ে বড় বড় বাশ ব্যবসায়ীদের আগমন ঘটে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো সমাপনি পরীক্ষা
Next: পার্বতীপুরে কিশোরী ধর্ষিত, ধর্ষকসহ আটক ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*