নিউজবাংলা: ২০ নভেম্বর-শুক্রবার:
ঢাকা: অস্ট্রেলিয়ায় বিশাল আয়তনের জমির মালিক একটি শীর্ষ বেসরকারি কোম্পানি বিক্রির উদ্যোগ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যতম শীর্ষ কোম্পানি এস কিডম্যান অ্যান্ড কোম্পানির এক লাখ এক হাজার ৪১১ বর্গকিলোমিটার জমি রয়েছে, যা আয়তনে আয়ারল্যান্ডের চেয়ে বড়।
জিনিয়াস লিংক গ্রুপ ও সাংহাই পেংজিন নামে দুটি কোম্পানি ৩৫০ মিলিয়ন ডলারমূল্যের শীর্ষ গরুর মাংস উৎপাদনকারী এই কোম্পানির কেনার জন্য দরপত্র জমা দিয়েছে বলে গণমাধ্যমের খবর।
অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ (ট্রেজারার) স্কট মরিসন বলেন, এ কোম্পানি বিক্রি হলে তা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। ওই কোম্পানির জমির কিছু অংশ দক্ষিণ অস্ট্রেলিয়ায় সামরিক বাহিনীর অস্ত্র প্রশিক্ষণে ব্যবহৃত ওমেরা সংরক্ষিত অঞ্চলের (ডব্লিউপিএ) মধ্যে পড়েছে।
“অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে ডব্লিউপিএ অস্ত্র প্রশিক্ষণ অঞ্চলের অনন্য ও স্পর্শকাতর অবদান রয়েছে। জাতীয় নিরাপত্তার খাতিরে স্পর্শকাতর অঞ্চলে সুযোগ সীমাবদ্ধ করাটা সরকারের পক্ষে অস্বাভাবিক নয়।
“পুরো এলাকার আয়তন ও গুরুত্ব বিবেচনা করলে… বিদ্যমান রূপে এস কিডম্যান অ্যান্ড কোম্পানিকে একটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে।”
এই সিদ্ধান্ত জানানোর পর সব দরপত্রদাতা ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ডে তাদের জমা দেওয়া আবেদন প্রত্যাহার করে নিয়েছে বলে জানান মরিসন।
“এটা এখন বিক্রেতার বিবেচনার বিষয়, তারা যৌথ স্বার্থের এস কিডম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেড বিক্রির বিষয়ে কীভাবে এগুবে।”
তবে সরকারের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন কিডম্যানের প্রধান নির্বাহী গ্রেগ ক্যাম্পবেল।
ক্যাম্পবেল রয়টার্সকে বলেন, “আমরা কমনওয়েলথের সঙ্গে এবিষয়ে আলোচনা করে ওইসব উদ্বেগের সমাধানের একটি উপায় খুঁজে বের করে কীভাবে সম্ভাব্য দরদাতাদের জন্য বিশেষ পদ্ধতি বের করা যায়।”
কিডম্যানের হাতে অস্ট্রেলিয়া মহাদেশের ১ দশমিক ৩ শতাংশ জমি রয়েছে। আনা ক্রিক নামে বিশ্বের সবচেয়ে বড় গরুর খামার রয়েছে এই কোম্পানির।
এই জমি কিনতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের জমা দেওয়া দরপত্র এর মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments