Breaking News
  • হোসি কোনিওর ‘খুনি ধরতে’ কলকাতায় অভিযান
  • ঝিনাইদহে গ্রেফতার ৪৪
  • যমুনা টিভির গাড়িতে পুলিশের হামলা, আহত ১
  • নাটোরে দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
  • হিরোইনসহ কৃষি কর্মকর্তা-ব্যবসায়ী আটক

বিপিএলে ব্যাটিংয়ে সেরা হজ, বোলিংয়ে এনামুল জুনিয়র

নিউজবাংলা: ২১ নভেম্বর-শনিবার:

ঢাকা: রাত পোহালেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর মাঠে গড়াবে। ছয়টি দল এবারের আসরে অংশ নিবে। শহিদ আফ্রিদি, ক্রিস গেইল, সাঈদ আজমলদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের উপস্থিতিতে এবারের আসর আরো জমজমাট হয়ে উঠবে বলে বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের।
২০১২ সালে প্রথমবারের মতো বিপিএল অনুষ্ঠিত হয়। এরপর ২০১৩ সালে দ্বিতীয়বারের মতো এটি মাঠে গড়ায়। তবে দ্বিতীয় আসরে ম্যাচ-ফিক্সিংয়ের ঘটনা আলোচনায় আসার পর গত বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। এক বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই।
বিপিএলের তৃতীয় আসর শুরু হওয়ার আগে দেখে নেয়া যাক আগের দুই আসরে ব্যাটিং ও বোলিংয়ে কারা বাজিমাত করেছেন।
পরিসংখ্যান বলছে, বিপিএলে ব্যাটিংয়ে অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রাড হজ। বরিশাল বার্নার্সের হয়ে ২৩টি ম্যাচে অংশ নিয়ে ৪২ গড়ে সর্বোচ্চ ৭৫৬ রান নিয়ে সবার ওপরে রয়েছেন তিনি। কোনো সেঞ্চুরি করতে না পারলেও সাতটি হাফ সেঞ্চুরি করেন তিনি।
ব্যাটিংয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দুরন্ত রাজশাহী ও সিলেট রয়েলসের হয়ে আগের দুই আসরে ২৪টি ম্যাচে অংশ নিয়ে ৩৯.৬৪ গড়ে ৬৭৪ রান করেন তিনি। চারটি হাফ সেঞ্চুরি রয়েছে মুশফিকের।
এছাড়া মোহাম্মদ আশরাফুল ৬১৬ রান নিয়ে তিনে এবং সাকিব আল হাসান ৬০৯ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
বিপিএলে বোলিংয়ে বাংলাদেশিদের প্রাধান্য। ২৪ ম্যাচে সর্বোচ্চ ৩১টি উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন এনামুল হক জুনিয়র। ওভারপ্রতি ৬.২২ রান করে দিয়েছেন তিনি। বোলিংয়ে শীর্ষ তিনের অপর দুজনও বাংলাদেশি। সাকিব ৩০ ও আবদুর রাজ্জাক ২৮ উইকেট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার মাহমুদেরও উইকেটসংখ্যা ২৮। খুব একটা পিছিয়ে নেই ইলিয়াস সানি। তার শিকার ২৭টি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: নীলফামারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Next: রাণীনগরে চালককে হত্যা করে মাইক্রো ছিনতাই! সেনা সদস্যসহ ৫ জন গ্রেফতার ॥

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*