Breaking News
  • সেই পচা গম কোথায়?
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্বকাপ বাছাইয়ে প্রমীলা দল ঘোষণা

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব।

সেই বাছাইপর্বে অংশ নিতে জাহানারা আলমকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ নারী দল বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে।

বাংলাদেশের ম্যাচ রয়েছে ২৮ ও ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর। এসব ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

এ ছাড়া ৩ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। একইদিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল : জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার ও শায়লা শারমিন।

 

 

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ: বরিশাল মেডিকেলে সাময়িকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ
Next: ঠাকুরগাঁওয়ে কম্বল পেলো দরিদ্র ও ছিন্নমূল শিশুরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*