Breaking News
  • কলাপাড়ায় মামলা প্রত্যাহার না করায় হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলাপাড়ায় জাহাজের ধাক্কায় খেয়া ডুবি
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী

বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:

ঢাকা: ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার হুমকির মুখে দেশের নাগরিকদের বিশ্বজুড়ে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এটি বলবৎ থাকবে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মুহূর্তে যে তথ্য রয়েছে তাতে বিভিন্ন অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও অন্যান্য গোষ্ঠী সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে।

খবর বিবিসি।

এই সতর্কতায় মার্কিন নাগরিকদের জনবহুল জায়গা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বেলজিয়াম ঘোষণা দিয়েছে, দেশটির রাজধানী ব্রাসেলসে আরেক সপ্তাহ সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বলবৎ থাকবে। ১৩ নভেম্বর ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহতের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। প্যারিসে হামলায় অংশ নেওয়া কয়েকজন বেলজিয়ামে থাকত। এর আগেও ২০১১ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্র এ রকম সতর্কতা জারি করে।

আগামী বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে উপলক্ষে মার্কিন নাগরিকেরা ভ্রমণে বেরিয়ে পড়বেন। এই উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এমন সতর্কতা জারি করল।

এদিকে বেলজিয়াম এর রাজধানী ব্রাসেলসে আরও এক সপ্তাহ সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে। গত ১৩ নভেম্বর প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ওই ধরনের হামলার আশঙ্কা করছে দেশটি।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*