নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, অসুস্থ শিক্ষককে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর ছাত্র ও শুভাকাংকিরা। এটা বড় পাওয়া।
প্রবাসে গিয়ে নাড়ীর টানে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। গতকাল রবিবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অসুস্থ লিয়াকত আলীর চিকিৎসার জন্য উন্নয়ন সংস্থা ইউকের ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, শিক্ষানুরাগী সায়েক আহমদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, আবদুস সালাম মুন্না, জামাল মিয়া, আবুল কাসেম, শিক্ষানুরাগী জহুর আলী, তৈমুছ আলী, আহমদ আলী, আনহার আলী, শরিফউদ্দিন, মতছির আলী প্রমুখ।
এদিকে, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ, মদরিছ আলী মফজ্জুল, কদরউদ্দিন, গোলজার আহমদ, আখলুছ আলী ১৫ হাজার ও পূর্ব চান্দশীরকাপন গ্রামের ফজলুর রহমান ৫ হাজার টাকা অসুস্থ শিক্ষক লিয়াকত আলীকে অনুদান প্রদান করেছেন।
নিউজবাংলা/একে
Comments
comments