নিউজবাংলা: ২২ নভেম্বর-রবিবার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ আল-ইসলাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবীদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, ঈমানের কমতি থাকায় পরিবেশসহ প্রতিটি ক্ষেত্রে বিপর্যয় হচ্ছে।
আজ চারিদিকে অশান্তি। দুনিয়ার জীবন সুন্দর করলে আখেরাতের জীবন সুন্দর হবে। তিনি বলেন, আল্লাহ ও রাসুলের সন্তুষ্ঠি অর্জন করতে হবে বিয়য়টি লক্ষ রেখে আল-ইসলাহ’র নেতাকর্মীকে কাজ করার আহবান জানান। গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা আখতার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব এ কে এম. মনোত্তর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম পারভেজ, সিলেট জেলা আল-ইসলাহ সভাপতি আবু জাফর নোমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন শাকুর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রব, প্রশিক্ষণ সম্পাদক রফীকুল ইসলাম মুবীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-ইসলাহ বিশ্বনাথ ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম আঙ্গুর, অলংকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রজব আলী, লামাকাজি ইউনিয়ন সভাপতি মাওলানা হরমুজ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, খাজাঞ্জি ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা মোসাদ্দিক হোসেন হাবিব. দেওকলস ইউনিয়ন সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, দশঘর ইউনিয়ন সভাপতি তুরণ মিয়া, সাধারণ সম্পাদক হাফিজ আবদাল হোসাইন, আল-ইসলাহ নেতা মহিউদ্দিন, তালামীয বিশ্বনাথ উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির ফয়ছল, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ছাদিকুর রহমান প্রমুখ।
নিউজবাংলা/একে
Comments
comments