Breaking News
  • ব্রাজিলে ৬.৪ মাত্রার ভূমিকম্প
  • ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ২৬
  • চট্টগ্রামে গ্রেফতার ৫৩
  • আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক
  • বিশ্বের সবচেয়ে ‘অসহিষ্ণু’ দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয়

বিশ্বনাথে কলেজ ছাত্রের উপর হামলা ও বিষ পান করিয়ে হত্যার চেষ্টার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

নিউজবাংলা: ১৮ নভেম্বর, বুধবার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে কলেজ ছাত্র সুমন দাসের উপর হামলা ও জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদের ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার বিকেলে স্থানীয় আটগ্রাম বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছমির দে ঝুলনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নুর। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধর। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজী আছমত উল্লাহ, জ্যুতিময় দে মতি, পরিমল দাস, সমুজ আলী, ইউপি সদস্য গয়াছ মিয়া, সাবেক ইউপি সদস্য সাজিদ আলী, ছাত্রলীগ নেতা মির্জা গিয়াস, এনামুল হক বিজয়, শাহ মুজিব, আনহার হোসেন আনু, নাজমুল শিশির, রিপন দাস, লায়েক আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রুহেল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা নাছির খান, পরিমল দাস, সাহাব উদ্দিন, ইসলাম উদ্দিন, অশ্বিনী বৈদ্য, ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র, সঞ্জয় বৈদ্য, লায়েক আহমদ, আলমগীর, জুবায়ের আহমদ, রানু বৈদ্য, রুহুল আমীন আলী আহমদ, রিংকু বৈদ্য, এনাম উদ্দিন, সুভ বৈদ্য, পলাশ বৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নোয়ারাই গ্রামের কলেজ ছাত্র সুমন দাস (১৯) কে গত ৯ নভেম্বর রাতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা করে গুরুতর আহত করে এবং জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় সুমন দাস সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এঘটনায় নোয়ারাই গ্রামের মৃত অনুকুল দাসের পুত্র অসীম দাস (৩৫) ও অধীর দাস (৪০) কে আসামী করে সুমন দাসের পিতা বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়নি বলে জানা গেছে।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আ’লীগ নেতাকে সংবর্ধনা
Next: নাটোরে আন্তঃবিভাগ ফুটবল টুনামেন্টের সেমিফাইনালে উঠল অর্থনীতি ও ইসলামে ইতিহাস বিভাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*