নিউজবাংলা: ১২ জুন, রোববার:
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে স্বাধীনতার ৪৫ বছর পর বিদ্যুৎ সেবার আওতায় আসলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদনপুর গ্রামবাসী। শনিবার বিকেলে স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী মদনপুর গ্রামের বিদ্যুতায়ন কাজের উদ্বোধন করেন। ২.০৪ কিলোমিটার লাইনের ব্যবহারে গ্রামের ১০৫টি পরিবারকে বিদ্যুতায়নের আওতায় আনতে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ ৪৮ টাকা।
প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করার জন্যই দেশবাসীর ভোটাধিকারের নিয়ে বার বার সরকার গঠন করেছে। আর আওয়ামী লীগ যখনই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তখনই নিজেদের প্রাপ্য অধিকার পেয়েছেন দেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এবং আমদানী করার পরিবর্তে, বিদেশে রপ্তানী করা যাচ্ছে ধান-চাল। তিনি আরও বলেন, দেশ বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতায় দেশে নিরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। সন্ত্রাসীদের সেই পায়তারা ধ্বংস করে দিতে তাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ এলাকাবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
খাজাঞ্চী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল খালিক’র সভাপতিত্বে ও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচিত চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কমলেশ বর্মণ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল হোসেন মুন্না। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার দেব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আখদ্দুছ আলী, সমুজ আলী, আওয়ামী লীগ নেতা ও এলাকার মুরব্বী জ্যোতির্ময় দে মতি মেম্বার, হাজী আছমত আলী, আবদুন নূর, শানুর মিয়া, মানিক মিয়া, বিদ্যাভূষণ চক্রবর্তী, নূরুল ইসলাম, সুমন দেবনাথ, পরিমল দাশ, আবদুল্লাহ, হারান দেব, বিপ্লব দেব, আবদুল খালিক, খাজাঞ্চী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রইছ আলী, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দুদু মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমীর দে, যুগ্ম সম্পাদক রুহেল আহমদ, ছাত্রলীগ নেতা রানু বৈদ্য, রিপন দাশ, সুমন চন্দ্র প্রমুখ।
নিউজবাংলা/একে
Comments
comments