নিউজবাংলা: ২৪ নভেম্বর-মঙ্গলবার:
সি এম মাসুদ রানা, বরগুনা থেকে:
বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজে ৭ লাখ টাকার বিনিময়ে যুক্তিবিদ্যা পদে গোপনে শিক্ষক নিয়োগ স্থগিত হয়েছে। ইতোপূর্বে প্রভাষক, শিক্ষক ও করনিক নিয়োগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ‘র বিরুদ্ধে ডোনেশনের নামে ২১ লক্ষ টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘঁটনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও নিয়োগ কমিটির সদস্য সচিব এবং গভর্নিং বডি ও নিয়োগ কমিটির সভাপতি কে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। জানাগেছে,গত ১০জুন ২০১৫ দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে যুক্তিবিদ্যা প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আহবানের প্রেক্ষিতে বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের গিলাতলা গ্রামের মোঃ মন্নানের মেয়ে ইমরানা পারভীন ওই পদের প্রার্থী হিসেবে আবেদন করেন। বিজ্ঞপ্তি মোতাবেক কার্যক্রম গ্রহন ও অবহিত না করে পুনরায় একই পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্ত বিজ্ঞপ্তিতে পূর্বের আবেদন কারীর পুনরায় আবেদন করার প্রয়োজনীয়তা রয়েছে কিংবা নেই এ মর্মে কোন বক্তব্য নেই। তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে সাইদা খাতুনের নিকট থেকে ৭ লাখ টাকা উৎকোচ নিয়ে নিয়োগ পরীক্ষা আহবান করে গোপনে নিয়োগ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। নিয়োগ বৈধ করতে তার অনুকূলে ডেমি প্রার্থী হিসেবে রুপালী ব্যাংক বেতাগী শাখা থেকে একই সিরিয়ালে ব্যাংক ড্রাফটের মাধ্যমে আরো দুই জনের আবেদন দাখিল করে যা তিনি একাধিক সূত্রে নিশ্চিত হয়েছেন। এ দিকে শিক্ষা মন্ত্রনালয়ের ১১ নম্বেরের পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম বন্ধ করার পরেও তা উপেক্ষা পূর্বক অন্যান্য প্রার্থীদের সাথে প্রতারনা করে তাদের আর্থিক,সামাজিক,ব্যক্তিগত অপূরনীয় ক্ষতি সাধন এবং সম্পূর্ন বে-আইনীভাবে কাজ করছেন। ভুক্তভোগির পক্ষে বরগুনা জজ কোর্টের এ্যাডভোকেট মে. মোবারক আলী স্বাক্ষরিত নোটিশে নিয়োগ পরীক্ষা বন্ধ না করা হলে প্রতিকার পেতে নিয়োগ কমিটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপে যেতে বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়।
নিউজবাংলা/একে
Comments
comments