Breaking News
  • বিয়ের ২ মাসের মধ্যেই যৌতুকের দাবি: কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে স্ত্রীকে হত্যা
  • ঝালকাঠিতে জলবায়ু ক্ষতিপূরণে অনুদানের দাবিতে টিআইবির মানববন্ধন অনুষ্ঠিত
  • নওগাঁ, রাণীনগর ও সান্তাহারে পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ব্র্যাকের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী
  • ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • বরগুনার বামনায় জলবায়ূ পরিবর্তন বিরোধি মানববন্ধন

মন্ত্রী-এমপিরা পৌর নির্বাচনে প্রচারণা করতে পারবেন না

নিউজবাংলা: ২৩ নভেম্বর-সোমবার:

ঢাকা: দলীয়ভাবে প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী আচরণ বিধি ও বিধিমালা নিয়ে বহু জল ঘোলা হওয়ার পর অবশেষে ডিসেম্বরই পৌর নির্বাচনের টার্গেট করা হয়েছে। আর সে জন্যই সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নির্বাচনী এলাকায় সফর ও প্রার্থীর পক্ষে প্রচারণায় নিষেধাজ্ঞা রেখে আচরণবিধি চূড়ান্ত করেছে ইসি।

রোববার সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণ বিধিমালার প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

গত বৃহস্পতিবার পৌরসভা অধ্যাদেশ বাতিল করে শুধু মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান রেখে পৌরসভা সংশোধন আইন ২০১৫ বিল পাস হয়। পরে রাষ্ট্রপতি এতে সম্মতি দিলে শনিবার পৌরসভা সংশোধন আইন গেজেট আকারে প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন রোববার তা হাতে পেয়ে নির্বাচন বিধি ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে।

এর আগে অধ্যাদেশ জারির পর মন্ত্রী-এমপিদের প্রচারণায় যাওয়ার সুযোগ রেখে আচরণবিধির খসড়া করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠালে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসি। তবে আধ্যাদেশ বাতিল করে আইন হয়ে আসায় পুনরায় আচরণবিধির খসড়া চূড়ান্ত করে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবার আর করা হয়নি। সরকারের মন্ত্রী-এমপিসহ সরকারি-সুবিধাভোগী ব্যক্তিদের কোনো প্রার্থীর পক্ষে পৌর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না- এমন বিধানই রাখা হয়েছে।’

নির্বাচন বিধিমালার সংশোধিত প্রস্তাবের বিষয়ে সচিব মো. সিরাজুল ইসলাম জানান, মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নের বিধান রয়েছে। দলকে এক্ষেত্রে তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ও ইসি সচিবালয়ে দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি দিতে হবে।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থনযুক্ত তালিকা দেয়ার বিধান রাখা হয়েছে। এক লাখ টাকা দলীয় ব্যয় রাখাসহ আইনের আলোকে মনোনয়নপত্র, প্রতীক ব্যবহারসহ প্রয়োজনীয় সবকিছুতে সংশোধনী এনে বিধিমালা করা হয়েছে বলেও জানান সচিব।

ইসি কর্মকর্তারা জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালা গেজেট আকারে জারি করার পরই তফসিল ঘোষণা করা হবে। এ জন্যে সব প্রস্তুতি নিয়ে রাখছে ইসি। ডিসেম্বরেই নির্বাচন করতে চায় ইসি।

ইসির তথ্য মতে, বর্তমানে সারাদেশে পৌরসভার সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ২০১১ সালে নির্বাচনী উপযোগী ২৬৯টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সাবেক ড. শামসুল হুদা কমিশন। তবে এবার স্থানীয় সরকারের দেয়া তালিকা অনুযায়ী বর্তমানে ২৪৫টি নির্বাচন উপযোগী রয়েছে।
নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ফাঁসি ফাঁসি খেলা! ফাঁসিতেই শিশুর মৃত্যু
Next: ‘বঙ্গবন্ধুকন্যা প্রমাণ করেছেন, উনি ভাঙলেও মচকাবেন না’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*